মোঃ সাহাব উদ্দিন আহমেদ
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, তিনবারের নির্বাচিত কাউন্সিলর মো: আনোয়ার হোসেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ভানুগাছ বাজারস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মেয়র প্রার্থী মো: আনোয়ার হোসেনের ভাই কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. মো: সানোয়ার হোসেন।
সাংবাদিকদের জানান, নির্বাচিত হলে বর্জ রাখার জন্য ডাম্পিং স্টেশন স্থান, পৌর এলাকার গণশোচাগার স্থাপন, মদ, জুয়া ও মাদকমুক্ত করা, শিশু কিশোর ও বয়োবৃদ্ধদের বিনোদনের জন্য পার্ক স্থাপন, পৌর এলাকার ধলাই নদীর দু’পারে প্রতিরক্ষা বাঁধ সংরক্ষণ, পৌর এলাকাকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলা হবে। সর্বোপরি সাবেক মেয়র ও কাউন্সিলরদের সম্পৃক্ত করে সার্বিক উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হবে।
মেয়র প্রার্থী মো: আনোয়ার হোসেন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি মেয়র হিসেবে শতভাগ জয়লাভের ব্যাপারে আশাবাদী।