অদ্য বেলা 11 ঘটিকায় কুড়াতলী পিকআপ স্ট্যান্ডের পাশে বিপরীত দিক হইতে ক, 16/19 হাকিম মঞ্জিল বাড়ির সামনে বেপরোয়া গতিতে ছুটে আসা পিক-আপের মুখোমুখি ধাক্কায় রিকশা আরোহী আয়েশা বেগম ও তার নাতি শরীফ মারাত্মক আহত হয়েছেন । গাড়ী নং ঢাকা মেট্রো-ন 17-9277 আয়েশা বেগম ক্রাইম রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম নিউজ পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ বাদশাহ দেওয়ান এর মাতা । বাদশাহ দেওয়ান এ মর্মান্তিক দুর্ঘটনায় মর্মাহত এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ 999 কে অবগতি করা হলো মামলা হয়নি মামলার প্রস্তুতি চলছে ।
পরবর্তীতে ফলোআপ আসছে……