নিজস্ব প্রতিবেদক ঃ
সরকারি নিষেধাজ্ঞা সত্বেও বাল্যবিবাহ পরান সহকারী কাজী যাত্রাবাড়ী থানাধীন 65 নং ওয়ার্ডের সহ-কারি কাজী সরকার নির্ধারিত কাজী। নির্বিঘ্নে পড়ালেন বাল্যবিবাহ পাত্র পাত্রি উভয় নাবালক নাই পিতা মাতার সম্মতি ও উপস্থিতি নাই সাক্ষী ও উকিল পিতা শুধুমাত্র টাকার জোরে বিবাহ সম্পন্ন রেজিস্টার খাতায় মিথ্যা তথ্য লিপিবদ্ধকরণ জাল নিবন্ধন জাল ভোটার আইডি কার্ড তৈরি জন্ম নিবন্ধন প্রত্যয় বয়স কমানো বাড়ানো রেজিস্টারের মিথ্যা তথ্য লিপিবদ্ধ করে তালাক সহ সকল নানা অনৈতিক ও অপরাধমূলক কা তার পক্ষে সম্ভব আর এ কাজে অভিজ্ঞতা প্রায় 40 বছরের।দলিয় নেতা এলাকার কিছু লোক।। সিটি কর্পোরেশনর কতিপয় ঘুষখোর কর্মকর্তা নিয়ে গড়ে তুলেছেন এক জালিয়াতির সিন্ডিকেট। এ যেন দেখার কেউ নেই।
বিস্তারিত আগামী প্রতিবেদনে আসবে….