মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বিসমিল্লাহির রহমানির রাহিম, আসসালামু আলাইকুম ,
সম্মানিত সুধী,
আমরা অতীব আনন্দের সাথে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে , আগামী ২৬ শে ডিসেম্বর রােজ : শনিবার সময় ২ : ০০ ঘটিকায় “ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২০ ইং ” এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে,
স্থান ঃ মেঘনা নদী সংলগ্ন মাঠ
ফাইনাল ম্যাচটিতে মােকাবেলা করবে গহরদী একাদশ বনাম কড়ইতলা একাদশ । উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব, নজরুল ইসলাম বাবু- মাননীয় সংসদ সদস্য , নারায়ণগঞ্জ ২
উক্ত খেলায় আপনি স্ববান্ধবে আমন্ত্রিত ।
ধন্যবাদান্তে , বিশনন্দী পূর্বপাড়া ভূইয়া সেবা সংস্থা।???