ইমন রহমান, নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় কোভিড-১৯ সংক্রমনের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসাধারনের মাঝে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক ক্যাম্পেইন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাস্তায় চলাচলকারী জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয় ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হয়। র্যালীতে অংশ নেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান , সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া,জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসি,ডাঃ আহসান কবির রিয়াদ, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান সহ স্বাস্থ্যবিভাগের কর্মচারী ও কর্মকর্তাগণ।