রাজধানীর মহাখালীতে নকল, মেয়াদউত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় কয়েকটি দোকান থেকে বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।র্যাবের পক্ষ থেকে জানানো হয়, একটি সংঘবদ্ধ চক্র বেশ কয়েকদিন ধরেই মহাখালী ক্যান্সার হাসপাতালের সামনে নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রি করে আসছিল বলে অভিযোগ পায় র্যাব। এরই ধারাবাহিকতায় আজ অভিযান চালায় তারা। অভিযানে বিপুল পরিমাণ নকল এবং বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করতে সমর্থ হয়। যতদিন এসব ওষুধ বিক্রি বন্ধ না হবে ততদিন র্যাবের অভিযান চলবে বলেও জানানো হয়।
র্যাব’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ‘অনুমোদনহীন ওষুধ পেয়েছি। যেটা বাংলাদেশি আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণেই এখানকার কিছু ওষুধ ব্যবসায়ীকে দণ্ডারোপ করা হয়েছে।