সাধারণ জনগণ পুলিশকে ভিক্ষা দিচ্ছে কথাটা শুনতে একটু আশ্চর্যজনক লাগছে, যেমনই লাগুক না কেনো, আসলে কিন্তু সত্যি। পুলিশ দিয়েছে বাক্স আর তাতে ভিক্ষা দিচ্ছে জনগণ। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। জনগণের প্রতি পুলিশের দায়িত্ব যায় হোক না কেনো, জনগণের বিপদে পুলিশ এগিয়ে না আসলেও জনগণ ঠিকই পুলিশের শোচনীয় অবস্থায় এগিয়ে এসেছে।
তবে বিষয়টা কিন্ত ভিন্ন। কোনো আর্থিক সাহয্য চায়নি চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশ। বরং জনগণকে সহযোগিতার জন্যই একটি বাক্স স্থাপন করেছিলো তারা। বলা হয়েছিল, এই বাক্সে জনগণ তাদের অভিযোগ পত্র ফেলবেন। তবে বিষয়টি অনেকেই বুঝতে পারেননি। আর তাই এই বাক্সটিকে দানবাক্স মনে করে অভিযোগপত্রের বদলে টাকা ফেলছেন কেউ কেউ। মানুষের বুঝতে পারাটাও একটু কঠিন। কারণ, এই বাক্সে অভিযোগ পত্রের বিষয়টি লেখাই নেই। তাই এমন ভুল বোঝাবুঝি বলে মনে করছেন স্থানীয় অনেকেই। এমন কাণ্ডে বাক্সটি অভিযোগপত্রের পরিবর্তে টাকা দিয়ে ভরছে।
এটা কি সত্যি ভুল বোঝাবুঝি নাকি পুলিশের কাজ কর্মে বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ জনগণের সে প্রশ্ন কিন্তুু থেকেই যায়?