ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পাল্টা কর্মসূচি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভিসি কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় সচেতন শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করে ছাত্রলীগ। মানববন্ধনটি শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে কলাভবন পর্যন্ত বিস্তৃত ছিল। ভাংচুরকারীদের স্থায়ী বহিষ্কার এবং গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এদিকে নিপীড়ন বিরোধী কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বেলা ১টার দিকে অপরাজেয় বাংলার সামনে হয় এ মানববন্ধন।
