মোঃ বুলবুল খান পলাশ, ধামরাই ঢাকা প্রতিনিধিঃ ঢাকার ধামরাই প্রেসক্লাবের সহ সভাপতি ও বেসরকারী টিভি চ্যানেল বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনের স্বরনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে ধামরাই প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা , ওসি (তদন্ত) কামাল হোসেন, ওসি (অপারেশন) মাসুদুর রহমান, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মো. বিল্লাল হোসেন, ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান, মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার, যমুনা টিভির সাভার প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু, সমকাল পত্রিকার প্রতিনিধি মোকলেছুর রহমান, ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব,ধামরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসউর রহমান স্বপনসহ বিভিন্ন গণ মাধ্যম কৃর্মী।
এসময় বক্তারা সাংবাদিক জুলহাস উদ্দিনের হত্যাকারি সকল আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। সভাশেষে সাংবাদিক জুলহাস উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ৷
