সরকার নির্ধারিত ফি এর বাইরে কোচিং এর নামে এসএসসি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় গলায় ছুরি ধরার শামিল বলে শুনানিতে মন্তব্য করেছেন আদালত। মঙ্গলবার সকালে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন। সিলেটের গাজীপুর স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং এর নামে অতিরিক্ত ফি নেয়া হচ্ছে গণমাধ্যমে এমন প্রতিবেদন আমলে নিয়ে এ মন্তব্য করেন আদালত। পরে আদালত সিলেটের ঐ স্কুলের বিরুদ্ধে ওঠা অভাযোগ তদন্তে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেন হাইকোর্ট। এর আগেও এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হলে স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আদেশ দিয়েছিলেন হাইকোর্টের এই বেঞ্চ।
