বিদ্যুৎ সরবরাহ নিয়ে দেশের ৮৭ শতাংশ মানুষ সন্তুষ্ট। ১৩ শতাংশ মানুষ সন্তুষ্ট নন। সোমবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনমত জরিপের ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
জরিপের ফলাফলে বলা হয়, বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি ৮০ শতাংশ মানুষ আস্থাশীল। এ বিষয়ে ৫ থেকে ৬ শতাংশ মানুষ আস্থা না থাকার কথা বলেছেন। আর ১৪ দশমিক ৭ শতাংশ গ্রাহক কোনো মতামত দেননি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, দেশের মানুষকে টেকসই, মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে কাজ করছে সরকার তৌফিক-ই-ইলাহী বলেন, অনেক বেশি মূল্যবান হলো_ গ্রামের সাধারণ মানুষ বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে কী ভাবেন। আমি আশা করবো ভবিষ্যতে এই সার্ভে আরও গভীরে গিয়ে অনুসন্ধান করবে।