বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রায় একমাস পর ঢাকায় ফিরেছেন। রোববার সন্ধ্যার একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফিরেন তিনি।
তবে সপ্তাহখানেক ঢাকায় অবস্থান করার পর আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ সিনেমার শুটিং করতে অস্ট্রেলিয়ায় যাবেন। সেখানে এক মাসের মতো থাকবেন তিনি ।
এদিকে, শাকিব দেশের বাইরে অবস্থান করার সময়ই অপুর সঙ্গে তার বিচ্ছেদের বিষয়ে সুরহা করতে তাদের দুজনকেই ডাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর অফিস। শাকিব ওই তলবে না গেলেও অপু বিশ্বাস সেখানে হাজির হন। তখন ডিভোর্সের নোটিশে থাকা শাকিবের স্বাক্ষরকে ভুয়া বলে দাবি করেন অপু।
শাকিবের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, দেশত্যাগের আগে বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন শাকিব খান।