রাজধানীর লালবাগে আরও একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। এরই মধ্যে ভবনটির বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। লালবাগের শহীদ নগরে আট নম্বর গলিতে ৩৯৩ নম্বর বাড়িটি রোববার সন্ধ্যার দিকে হেলে পড়ে। ভবনটির মালিক জানান, এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয় তারা। ফায়ার সার্ভিস ভবনটি পর্যবেক্ষণ করে বাসিন্দাদের চলে যাওয়ার পরামর্শ দেন। খবর পেয়ে সোমবার সকালে রাজউকের প্রতিনিধি এসে ভবটিকে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড লাগিয়ে দেয়। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা শেষে ভবনটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তারা। এদিকে, একদিনেই দুটি ভবন হেলে পড়ায় কিছুটা আতঙ্কে আছেন সেখানকার বাসিন্দারা।
