শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে বসিলা এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল চারটার দিকে তাকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডির বরাতে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলিমুজ্জামান বলেন, বসিলা এলাকায় ধানমন্ডি হাউজিংয়ে বাড়ি নির্মাণ করছেন মোতালেব হোসেন। শনিবার ওই কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন তিনি। এ সময় তার বাড়ির নীচে দুটি গাড়িতে করে কিছু লোকজন এসে তাকে তুলে নিয়ে যান। ওই সময়ে তার সঙ্গে দুজন আত্মীয় থাকলেও তারা কাউকে চিনতে পারেননি।
তিনি আরও বলেন, জিডি’র পর আমরা ওই এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি বাড়ি নির্মাণ নিয়ে তার সঙ্গে কারও কোনো ঝামেলা ছিল না। তার নিখোঁজের বিষয়ে এখনও কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি।
এর আগে গেল বৃহস্পতিবার বনানী এলাকা থেকে নিখোঁজ হন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী মো. নাসির উদ্দিন।