ময়মনসিংহে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত হয়েছে এক কলেজ শিক্ষার্থী। গতকাল শুক্রবার বিকেলে শহরের গুলকিবাড়ি এলাকায় এ ঘটনা হয়।
পুলিশ ও স্বজনরা জানান, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফারহানা আক্তার রিমা। বিকেলে মামাতো ভাই কাশেম, রিমাকে কৌশলে ডেকে নিয়ে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে কাশেম।
পরে গুরুতর অবস্থায় রিমাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।