বিএনপি নিজেরাই নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওরায়দুল কাদের। সোমবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে বলবো আপনারা পরিষ্কার করুন, তত্বাবধায়ক চান, নির্দলীয় চান, না সহায়ক সরকার চান, সেই সরকারের রূপ রেখা কী, জাতির সামনে উপস্থাপন করুন। জাতি আপনাদের কাছে জানতে চায়_?
সেতুমন্ত্রী আরও বলেন, ‘দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনকালীন সরকার গঠিত হয়। সেইভাবে বাংলাদেশেও ভিন্ন ব্যবস্থা থাকবেনা ।