দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান কে.বি.এম. কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২০।
কে.বি.এম. কলেজের সকল শিক্ষার্থীদের জন্য এই অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিচের Link এ click করে অনলাইন কুইজ এ অংশগ্রহন করতে পারবে । বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার ।
১ম পুরস্কার = ১০০০/- মূল্যের প্রাইজবন্ড
২য় পুরস্কার = ৬০০/- মূল্যের প্রাইজবন্ড
৩য় পুরস্কার = ৪০০/- মূল্যের প্রাইজবন্ড
একই নম্বর প্রাপ্তদের লটারীর মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।
কুইজ এ অংশগ্রহনের জন্য কোড নম্বর : _( ২৪/০৬/২০২০ বিকাল ০৬:০০ টায় প্রকাশ করা হবে )
Link : https://classroom.google.com
নিয়মাবলী :
Link এ click করে Gmail এর E-mail id দিয়ে Sign in করে Home page এ (+) চিহ্ন তে click করে join class এ কোড নম্বরটি টাইপ করে join হতে হবে ।
কুইজ এ অংশগ্রহনের সময়সীমা ২৪/০৬/২০২০ ইং তারিখ বিকাল ০৬:০০ টা থেকে ০৬:৫৯ টা পর্যন্ত ।
কুইজ এর ফলাফল ২৫/০৬/২০২০ তারিখ প্রকাশ করা হবে ।
প্রশ্নের ধরন : সাধারনজ্ঞান ( সাম্প্রতিক বিষয়াবলী ) MCQ টাইপ ।
অধ্যক্ষ
মোঃ জিয়াউল হুদা জুয়েল
কে.বি.এম. কলেজ , দিনাজপুর ।