আসছে শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে ৫৩ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমাকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তুরাগ নদীতে অস্থায়ী ভাসমান সেতু নির্মাণ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আসতে শুরু করেছেন মুসল্লিরা। ইজতেমা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে ইজতেমার প্রথম পর্ব। ৪ দিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
