চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা আমলী আদালতে নিয়ে মিন্টুর ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আব্দুল হালিম তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বিবরনীতে বলা হয়, গত ২৫ শে ডিসেম্বর রাতে স্থানীয় দু’পক্ষের সংঘর্ষ থামাতে শহরের কদমতলা এলাকায় গেলে পুলিশের ওপর হামলা করে মিন্টু ও তার লোকজন।
