তীব্র শৈত্যপ্রবাহ আর কনকনে ঠাণ্ডায় উত্তরের জেলা লালমনিরহাটের জনজীবন বিপর্যস্ত। হিমালয়ের নিকটবর্তী এই জেলার দরিদ্র খেটে খাওয়া মানুষ প্রচণ্ড শীতে বিপাকে পড়েছেন। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ।
এ অবস্থায় শীতার্তদের মাঝে প্রয়োজনীয় কম্বল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, তাও সূর্যের দেখা মেলেনা। গত কয়েকদিন ধরে এই অবস্থা লালমনিরহাটে। শীতের তীব্রতার কারণে কৃষিজীবী, দিনমজুর ঠিকমতো কাজে বেরোতে পারছে না। এতে পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা। স্কুলগামী শিক্ষার্থীদেরও ব্যাহত হচ্ছে পড়াশুনা।
স্থানীয় এক বৃদ্ধ বলেন, ‘এতো শীতে ঘর বের হতে পারছি না। আমার পেটের জ্বালায় ঘরেও থাকতে পারছি না। এরমধ্যে কাজ করতেও পারছি না।