ঝিনাইদহে একটি দোকান থেকে একশ’ ৩৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার মধুপুর বাজারে অভিযান চালায়।এ সময় বাবু মিয়ার দোকান থেকে ওএমএস-এর একশ’ ৩৫ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ।
