উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে মিশা সওদাগর বড়পর্দায় কাজ শুরু করেন। এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন তিনি। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। এরপর ‘অমরসঙ্গী’ ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন এবং তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ ছবিতে খল অভিনেতা চরিত্রে অভিনয় শুরু করেন। সেখান থেকেই তার সাফল্য শুরু। এরপর খল অভিনেতা হিসেবে প্রায় ৯০০ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর
মিশা সওদাগর বড়পর্দায় খল অভিনেতা হিসেবে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। আজ এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। আর নতুন বছরের এই জন্মদিনের সময়টা তিনি কীভাবে কাটাবেন জানতে চাইলে বলেন, সাধারণত পরিবারের সঙ্গে আমার জন্মদিনের সময় কাটে। এবারেও তার ব্যতিক্রম হবে না। তবে সকালে চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে এবং এনটিভির সাপ্তাহিক ‘স্বর্ণালী স্মৃতি’ নামক অনুষ্ঠানে দর্শকরা আমাকে আজ রাত ৯টায় দেখতে পাবেন। নতুন বছর নিজের সংশ্লিষ্ট সবকিছু নতুন করে সাজাতে চান মিশা। আর চারদিকে অস্থিরতা নয়, শান্তি দেখতে চান বলে জানিয়েছেন তিনি।