মেহেরপুর প্রতিনিধি (২১/০৪/২০২০):
মেহেপুরের গাংনী উপজেলার রংমহল গ্রামে মাটি ভর্তি ট্রাক্টর ট্রলির চাপায় লিনা খাতুন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে রংমহল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিনা খাতুন রংমহল গ্রামের কৃষক লাল মহাম্মদের কন্যা। বেপরোয়া ট্রাক্টর ট্রলি চলাচল দুর্ঘটনার কারণ বলে জানান স্থানীয়রা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রংমহল গ্রামের আকবর আলী স্কেব্রেটার দিয়ে পুকুর খনন করছেন। পুকুরের মাটি বহন করে অন্যত্র নিয়ে যাচ্ছে বেশ কয়েকটি ট্রাক্টর ট্রলি। আজ বেলা সাড়ে এগারটার দিকে একটি ট্রাক্টর ট্রলি মাটি নিয়ে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয়। রক্তাত্ব জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তৌহিদুল ইসলাম তুহিন
মেহেরপুর প্রতিনিধি