ঢাকায় থার্টি ফাস্ট নাইটে উন্মুক্ত স্থান এবং বাড়ির ছাদে কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে অনুমতি সাপেক্ষে ক্লাব, হোটেল, রেস্তোরাঁয় নতুন বছরের অনুষ্ঠান করা যাবে। শনিবার সকালে ডিএমপি কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান কমিশনার আছাদুজ্জামান মিয়া। যেকোন নাশকতা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। প্রতিবছরের মতো এবারও থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নিরাপত্তার সার্বিক বিষয় তুলে ধরেন ডিএমপি কমিশনার।
তিনি জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা হিসেবে সন্ধ্যার পর থেকে বন্ধ থাকবে সব বার ও ওয়্যার হাউস। কূটনৈতিক এলাকাগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তা। অনুমতি সাপেক্ষে কয়েকটি পাঁচতারকা হোটেলে সুযোগ থাকছে অনুষ্ঠান করার।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীর কোনো উন্মুক্ত স্থানে নাচ, গান, কোনো কিছু করা যাবে না। ছাদেও কিছু করা যাবে না। তবে ইনডোরে চার দেয়ালের মধ্য নববর্ষের উৎসব আয়োজন করতে পারবেন।’
নির্বিঘ্নে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ‘থার্টি ফার্স্টকে ঘিরে মাদকের একটা প্রবণতা থাকে এটা নিয়ন্ত্রণে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করবে।’
রাত ৮টার পর ঢাকাবাসীকে বাইরে না থাকার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।