হাজী মোঃ ইউসুফ প্রচার সম্পাদক
আড়াইহাজার, বিশনন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের এক জনপ্রতিনিধি,সাহিদা মেম্বারনি খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত চাল শহিদুল্লাহ নামের এক ব্যবসায়ীর কাছে ২৭ টাকা কেজি করে বিক্রি করে দিয়েছে বিশনন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের এক জনপ্রতিনিধিঃ
বিশনন্দী ইউনিয়েনের ৩ নং ওয়ার্ডের এক জনপ্রতিনিধি খাদ্য অধিদপ্তরের বরাদ্ধকৃত চাল ২৭ টাকা কেজি করে ১০ বস্তা চাল বিক্রি করে দিয়েছে এক ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ীর নাম শহিদুল্লাহ ,তার বাড়ি দড়ি বিশনন্দী হান্নান মেম্বারের বাড়ির পাশে। আজ সকালে ব্যবসায়ী শহিদুল্লাহ ও তার ছেলে গোলজার মিলে বেলা ১১ ঘটিকায় রিক্সা দিয়ে ১০ বস্তা চাল নিয়ে যাওয়ার সময়ে সাধারন মানুষ বস্থার গায়ে শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ..লেখা দেখে রিক্সাটি আটকরে,তখন শহিদউল্লার ছেলে গোলজারকে প্রশ্ন করা হয় এ চাল কোথায় নিয়ে যাচ্ছো তখন গোলজার বলে আমরা এই ১০ বস্তা চাল ইউনিয়ন পরিষদ থেকে ৮০০০ টাকার বিনিময় কিনে এনেছি। তখন সে এক স্থানীয় জনপ্রতিনিধির নাম প্রকাশ করায় জনসাধার রিক্সাটি ছেড়ে দেয়। তারপর সাধারন মানুষ রিক্সাটি ছেড়ে দেয়। বর্তমানে চালগুলো শহিদুল্লার বাড়িতে গোলজারের তত্ববধায়নে আছে।
সাধারন মানুষের মনে প্রশ্ন,খাদ্য অধিদপ্তর কর্তৃক বরাদ্ধকৃত চাল কোন স্থানীয় প্রতিনিধি কি বিক্রি করতে পারে কি না? যদি বিক্রি না করা যায় তাহলে কি অসহায়,দরিদ্র মানুষের মুখের আহার কেড়ে নেওয়া হচ্ছে না?
উক্ত বিষয়টি তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছি।