ফয়সাল মাহমুদ: লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুর সদর উপজেলা ১৩নং দিঘলী ইউনিয়ন ৬নং ওয়ার্ডে করোনা (Covid-19)প্রতিরোধে বাংলাদেশ সরকারের দেওয়া এাণ বিতরণ করা হয়।
অাজ ১৮ এপ্রিল শনিবার দিঘলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে নিদিষ্ট দূরুত্ব বজায় রেখে তালিকাভুক্ত ৫৫ জন দিনমজুর কর্মহীন রিকসা চালক, অসহায় দুঃস্থদের মাঝে
এ এাণ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১৩নং দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মজিবুর রহমান,, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ মনোঅার হোসেন মঞ্জু,, ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমান, মহিলা মেম্বার হামিদা বেগম।
এসময় মনোঅার হোসেন মঞ্জু বলেন, এর বাহিরে যদি কোন অসহায় মধ্যবিত্ত পরিবারের কোন ব্যাক্তির এাণ বা কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অাপনারা অামার সাথে যোগাযোগ করবেন অামি অাপনাদের বাসায় সহযোগিতা পাঠিয়ে দিবো।
এসময় অারো উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ডের এাণ কমিটির অাহ্বায়ক মোঃ জসিম উদ্দিন প্রধান শিক্ষক উঃ দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,,সদস্য স্বপন চন্দ্র মজুমদার,, সদস্য ইসমাইল হোসেন, সদস্য খবির উদ্দিন ও ওয়ার্ড অাওয়ামিলীগ নেএীবৃন্দ প্রমূখ।