রাজধানীর মিরপুরের কালশী মোড়ের বস্তির টুপি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর সোয়া ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, একটি টুপির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে বস্তির কয়েকটি ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে মিরপুরের কালশী রোডের বাউনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।