মোঃ বুলবুল খান পলাশ(ধামরাই প্রতিনিধি)
ঢাকার ধামরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০হাজার টাকা দিলেন বিলট্রেড গ্রুপ ও চ্যানেল 9 এর চেয়ারম্যান এনায়েতুর রহমান বাপ্পী। এই টাকা করোনা রুগীদের জন্য দেয়া হয়।
আজ সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফ্ফাত আরার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন বিলট্রেড গ্রুপের পক্ষে মোঃ সোহেল খান।
এ সময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফ্ফাত আরা বলেন, এই টাকা করোনা রুগীদের কাজে ব্যাবহার করা হবে। তিনি বলেন বিলট্রেড গ্রুপের চেয়ারম্যান এনায়েতুর রহমান বাপ্পী এর আগেও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা হাতে ৫০ সেট পিপিই দিয়েছে। এ সময় সে করোনা ভাইরাস মোকাবেলা সচেতনতা সাথে ধামরাই বাসিকে ঘরে থাকার পরামর্শ দেন।
এ ব্যাপারে মোঃ সোহেল খান বলেন “করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত জরুরি। এই ভাইরাস মোকাবিলায় সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।