মেহেরপুর প্রতিনিধি.
নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক ১৭ এপ্রিল। তবে বৈশ্যিক মহামারির কারণে এ বছরে অনুষ্ঠান সিমিত করা হয়েছে। মানা হচ্ছে সামাজিক দুরত্ব। আজ সকালে সূর্যদোয়ের সাথে সাথে মুজিবনগর আম্রকাননে শেখ হাসিনা মঞ্চের সামনে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। পরে মুজিবনগর স্মৃতিসৌধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করেন। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে জেলা প্রশাসন ও আওয়ামী লীগ।
