স্টাফ রিপোর্টার।।
দিনাজপুরের এক সিনিয়র স্টাফ নার্সের গত১৫ ই এপ্রিল বুধবার সকালে কালবৈশাখী ঝরের কবলে পড়ে রাস্তায় গাছের ডাল উপরে ভেঙে পড়ে মৃত্যু হয়।জানা যায়, নিয়তির কি নির্মম পরিহাসঃকাল বৈশাখী ঝরেই থামিয়ে দিল জীবনের গতি গত ১৫ এপ্রিল প্রতিদিনের মতো কর্মস্থলে যোগ দিতে গিয়ে কালবৈশাখী ঝড় থামিয়ে দিল এক স্বাস্থ্যকর্মীর তার জীবনের গতি। সিনিয়র স্টাফ নার্স,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পার্বতীপুর দিনাজপুরের কর্মরত ইতি রানী রায় স্বামীর মটরসাইকেল যোগে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে মাঝ রাস্তায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে দুর্ঘটনায় শিকার হলে তাকে এম রহিম মেডিকেল কলেজ দিনাজপুরে ভর্তির করা হয় অবশেষে কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হার মানলেন এই স্বাস্থ্যকর্মী(ওঁ দিব্যানঃ লোক্যানঃ স্বগচ্ছুতুঃ)!
অসময়ে অকালে চলে যাওয়ায় তার পরিবারের প্রতি স্বাস্থ্য কর্মীরা সমবেদনা জ্ঞাপন ও তার বিদ্রোহী আপ্তার শান্তি কামনা করেন।।