এম জাবেদ হোসাইন,মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ে উপজেলার ঠাকুরদিঘী-ঝুলনপোল সড়কে বালুবাহী পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটর সাইকেল আরোহী মোঃ মেজবাহ উদ্দিন (২৮)। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় ভরদ্বাজ চৌধুরী হাটের পূর্ব পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত মেজবাহ উদ্দিন মীরসরাইয়ের কাটাছরা ইউনিয়নের যমু সারেং বাড়ির নিজাম উদ্দিনের পুত্র।
জানা গেছে, ইলেকট্রিশিয়ান মোঃ মেজবাহ উদ্দিন সকালে মোটরসাইকেল যোগে মিঠাছরা বাজারে ইলেকট্রিক সামগ্রী ক্রয় করতে রওনা হয়। পথিমধ্যে ঠাকুরদিঘী-ঝুলনপোল সড়কে ভরদ্বাজ চৌধুরী হাটের পূর্ব পাশে পৌঁছালে বালুবাহী পিকআপের সাথে সংঘর্ষে হয়। এতে করে মেজবা উদ্দিন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টায় মৃত্যুবরণ করে।