নরসিংদীর শিবপুর থানার বরইতলা এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রলিক্রেন ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে জিহাদ (১০) এবং ইয়াসিন আরাফাত (২৮) নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ২৩ জন আহত হন।
দুর্ঘটনার পর সংবাদ সংগ্রহ করতে গিয়ে উত্তেজিত শ্রমিক জনতার হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন জায়েদুল কবির (৩০), আব্দুল কাদের (৪০) ও মামুন জোয়ার্দার। এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর করেছে শ্রমিক জনতা। নিহত জিহাদ নরসিংদী শহরের ভেলানগর মহল্লার রিপন মিয়ার পুত্র। সে ভেলানগরের একটি মাদ্রাসার ছাত্র। নিহত ইয়াসিন আরাফাত থার্মেক্স গ্রুপের আদুরি এপারেলস’র শ্রমিক।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, সকাল সোয়া ৮টার দিকে মাধবদী থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে শিবপুরের বরইতলায় এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে লেগুনার ২ যাত্রী ঘটনাস্থলে নিহত ও ২৩ জন আহত হয়।
ইটাখেলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছে যায়।