প্রতিনিধি হবিগঞ্জ,
সরকারি চাল কেলেংকারীর অভিযোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম খানকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আমির হোসেন মাস্টার।
উল্লেখ্য যে বানিয়াচংয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে কাগাপাশা ইউনিয়নের চালের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম খানকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়দের অভিযোগ পেয়ে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কাগাপাশা এলাকায় অভিযান পরিচালনার জন্য বানিয়াচং উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। জেলা প্রশাসকের নির্দেশে বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। এসময় চাল ওজনে কম দেয়ার অভিযোগ হাতেনাতে প্রমাণ পেয়ে ডিলার নজরুল ইসলাম খানকে আটক করা হয় এবং তার ডিলারশিপ বাতিল করা হয়।
পরে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। বিকেলে দণ্ডপ্রাপ্ত ডিলারকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, বর্তমান এই দূর্যোগ মুহূর্তে কোন ডিলার, ব্যবসায়ী বা জনপ্রতিনিধির যদি বিন্দুমাত্র অনিয়ম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।