চট্টগ্রামে একই পরিবারের চার নারী ধর্ষণের ঘটনায় হান্নান মেম্বারকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল ইমরান খান তার রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল (বুধবার) সন্ধ্যায় কোতোয়ালি মোড় থেকে হান্নানকে গ্রেফতার করে পিবিআই। সে ধর্ষণ ও ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারীদের একজন বলে জানিয়েছে পুলিশ।
এরআগে গ্রেফতার আবু সামা ও মিজান মাতবর ডাকাতির পর চার নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার কোরে আদালতে জবানবন্দি দেয়। গত ১২ ই ডিসেম্বর কর্ণফুলীর শাহ মিরপুর এলাকার একটি বাড়িতে ডাকাতি শেষে একই পরিবারের চার নারীকে ধর্ষণ করা হয়।