ময়মনসিংহ ত্রিশাল সংবাদদাতা:
ময়মনসিংহ ডিবি’র অভিযানে সরকারী ওএমএস এর চাউল কালোবাজারী চক্রের ১ সদস্য গ্রেফতার, ৫ বস্তা চাউল উদ্ধার করেছে। একটি চক্র অধিক লাভবানের জন্য বেশ কিছু বস্তা চাউল কালোবাজারে বিক্রি করলে এর মধ্যে পাঁচ বস্তা চাউলসহ একজন আটক হয়। গত ০৯ এপ্রিল বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখার একটি টিম আইন শৃংখলা ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন চর নীলক্ষিয়া পাড়া লক্ষীপুর নামক স্থানে ওএমএস চাউল কালোবাজারীকালে জনগনের সহযোগীতায় আটক করা হয়। উক্ত স্থানে ০৫ বস্তা ওএমএস এর চাউল উদ্ধার করে। যাহার প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ১৫০ কেজি চাউল। পরবর্তীতে বহনকারী গ্রেফতারকৃত রিক্সা চালক সন্তোসজনক জবাব দিতে পারে নাই। স্থানীয় তদন্তে জানা যায়, চরনিলক্ষীয়া ইউপি মেম্বার হানিফ উদ্দিন অধিক লাভবান হওয়ার জন্য চলমান সংকটে ওএমএস এর চাউল কম দামে ক্রয় করে বেশী দামে বিক্রি করার জন্য পরস্পর যোগসাজশে গোপনে তার বাড়ীতে নিয়ে যাচ্ছিল। উক্ত ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি’র টিম চলমান সংকট মূহুর্তে বিভিন্ন থানায় এবং ইউনিয়নে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে যাহাতে গবীর দুঃখিদের প্রাপ্যতা বন্টনে কোন অনিয়ম করতে না পারে। গ্রেফতারকৃত আসামীর ও ঠিকানা-১। পশর আলী (২৮), পিতা মৃত-জুলহাস উদ্দিন, সাং-চর পুলিয়ামারী ব্যাপারীপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। আপরাপর ব্যক্তিরা পলাতক রয়েছে। স্থানীয় ভাবে অভিযোগ এ সকল ঘটনার মূল নায়ক চেয়ারম্যান’কে দায়ী করে।
