লেখক ভাবনা জাহান শান্তা
নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
আজ মস্ত মস্ত শহরগুলোও নিস্তব্ধ
নেই ট্রাফিক জেমের মতো ভোগান্তিকর পরিবেশ
নেই উপছে পড়া মানুষের রেশ,
গাড়ির হর্নে , কালো ধোঁয়ায়
হয় না আজ শব্দ কিংবা বায়ু দূষণ
নেই ট্রাফিক পুলিশের ফাইনের মিশন;
তাড়া নেই কারও
গা্রমেন্টস- ফেক্টোরি কিংবা অফিস আদালতে যাবার
সবি আজ লক ডাউন
কারাবদ্ধ কারাগার।
কেউ কিছু দেয় না কাউকে ভালোবেসে
যা পাচ্ছে অনুগ্রহে, না হয় দানে কিংবা ভিক্ষা করে;
প্রকৃতি প্রাণ ফিরে পেলেও
সতেজ নেই মানুষের মনে,
ঘর বন্ধি হতে দিন মুজুরেরাও বাদ যায় নি
চিন্তিত, অসহায়ত্ব, আতঙ্ক সবারি মাজে।
যে পথিকের নিত্য দিনের কর্মকাজি
সীমান্ত পাড়ি দেবার
সেও আর ঘর বন্ধি
বদ্ধকারাগার।
পেট ভরাবার চাল-ডাল,নুন- তেলের
সময়সীমা জানা থাকলেও
জানা নেই এ আতঙ্ক পরিত্রাণের।
করোনা সৃষ্টি কর্তার এক যে সৃষ্টি
তিনিই দিবেন এ থেকে মুক্তি,
সৃষ্টিকে ভয় না করে
কর সৃষ্টিকর্তাকে ভয়
বন্দনা কর তারি কাছে
এ বিপদ থেকে তিনি যেন করে উদ্ধার।।