মোঃ মঈন উদ্দীন চিশতী,দিনাজপুর প্রতিনিধি:
দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সবচেয়ে দূর্ভোগে পড়েছে গৃহে অবস্থানরত খেটে খাওয়া অসহায় মানুষ।
মঙ্গলবার (৭ই এপ্রিল) সকালে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়েনের এলাকার ঘরবন্দি অসহায় পরিবারের মাঝে চাল,ডাল, তেল, সাবান, মাক্স, হ্যান্ড স্যানিটাইজার সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ।
তৌহিদ জানান, বর্তমানে সাড়া বিশ^ যখন থমকে গেছে, অশহায় হয়ে পরেছে খেটে খাওয়া মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার কর্মি হিসেবে জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপির দিক নির্দেশনায় অশহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করে চলেছি।
তিনি আরো জানান, করোনায় কেউ আতঙ্কিত না হয়ে সচেতন হউন, সচেতনতা পারে করোনার হাত থেকে রক্ষা করতে। নিজস্ব অর্থায়নে করোনায় ঘরবন্দি ২নং সুন্দরবন ইউনিয়নের দুইশত হত দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ও আধা কেজি ডাল,তেল, সাবান, মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমির হোসেন,ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ এরশাদ আলী, শহিদুল,সামিউল সহ প্রমূখ।