আল ইমরান মনুঃ
বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ১ম ধাপে সিরাজগঞ্জের চারটি উপজেলায় মোট ১০১ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। করোনা মহামারিতে বিশ্ব আজ নিস্তব্ধ। বাংলাদেশেও এই করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় দেশের নিম্ন বিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলো আজ অসহায় হয়ে পরেছে। সিরাজগঞ্জের অসহায় পরিবার গুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে “বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখা। সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক মোঃ আরিফ আজিজ এর নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও ছিন্নমূল পরিবার গুলোর নিকট ত্রাণ পৌঁছে দেওয়া হয়। এসময় জেলা সমন্বয়ক আরিফ আজিজ বলেন- বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার পরিষদ সর্বদা অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও কাজ করে যাবে। চৌহালী উপজেলায় ত্রান বিতরণের দায়িত্বে ছিলেন- আল আমিন শিকদার।