শাহাব উদ্দিন আহমেদ কমলগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজারর কমলগঞ্জর পৌর এলাকার অসহায়-হতদরিদ্র কর্মহীন সিএনজি অটোরিকশা ডাইবার ও রেস্টুরেন্টে ৫০শ্রমিকদের জন মধ্য খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধার কৃতি সন্তান যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিফুল। সোমবার দুপুরে কমলগঞ্জের উপজেলা চৌমুহনীতে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যুবলীগ নেতা রনি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফুল বলেন,দেশের এই সংকটময় পরিস্থিতিতে সাধ্যমত কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানা আমাদের কর্তব্য। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি বিধি বিধান মেনে সকলকে সচেতন থাকতে হবে। এই পরিস্থিতিতে হতদরিদ্র মানুষদের সাহায্য সমাজের বৃত্তবানদের এগিয় আসার আহবান জানান তারা।
