করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে (৫ এপ্রিল) রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয।
জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মোহা.মনিরুজ্জামান (পিপিএম), বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর ৪ বেঙ্গলের পিএসসি লে. কর্ণেল জেএএম বখতিয়ার উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, প্রথম আলোর পত্রিকার জেলা প্রতিনিধি মজিবর রহখান খাঁন প্রমুখ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের সঞ্চালনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মক্ষম মানুষেরা কর্মহীন হয়ে যায়। প্রধান মন্ত্রীর নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরী করে সকল স্তরের এসব কর্মহীন মানুষদের

মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বেশ কয়েকটি সরকারী ও বেসরকারী সংগঠনসহ সকলের সম্বিলিত প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে।
এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং টিম মোবাইল কোর্ট পরিচালনা,ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আছে।
এ দুর্যোগ মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।
জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি: