এস.এম.জামাল উদ্দিন শামীম,
ময়মনসিংহঃ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে পিপিই বিতরন করা হয়েছে।
রবিবার ৫ এপ্রিল ময়মনসিংহ-৭ ত্রিশালের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী ২৫টি পিপিই,কিট, গ্লাভস ও মাক্স তুলে দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলামের হাতে।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম,হাসপাতালের ডাক্তার, নার্স, সেনাবাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ।
সাংসদ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্বাস্থ্য উপকরণ সমূহ হস্তান্তরের পরে হাসপাতাল ওয়ার্ড ঘুরে ঘুরে দেখে রোগীদের খোঁজ নেন ও তাদের স্বজনদের মাঝে মাস্ক বিতরণ করেন।