স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মুক্তি যোদ্ধাহত মুক্তি যোদ্ধা খয়রাত আলীর নাতনি মোঃনরুর মেয়ে মোছাঃ নুপুর (১০)গতকাল সৈয়দপুরে পিতার কর্মস্থল রেল শ্রমিক সৈয়দপুর এলাকায় থাকায় গতকাল প্রকৃতির ডাকে সারা দিয়ে মোছাঃনুপুর বেগম আত্ম হত্যা করেছে বলে জানা যায়।
শনিবার নুপুরের পিতার নিজ গ্রাম পোস্ট মোডেম শেষে পীরগঞ্জ পারিবারিক গোরস্থানে বিকেলে ৫.৩০ ডাক বাংলা মাঠে জানাজা শেষে সমাধি প্রদান করেছেন।
