করোনার প্রাদুর্ভাবে গাড়ি বন্ধ থাকায় ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সংগঠনের জেলা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রথম দিন হিসেবে ১ হাজার শ্রমিকের মাঝে চাল, ডাল, আলু, সাবান ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আশরাফ আলী বাটলা, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি নুর ইসলাম ছুটু, মজিবর রহমান, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, রওশন জামান বুলু,অর্থ সম্পাদক বুলু মহন্ত, দপ্তর সম্পাদক ওবায়দুল হক, সড়ক সম্পাদক সাজ্জাদ, বাবু, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন ছুটু, আলাউদ্দিন আলাল, জগবন্ধু রায়, কাওার আলম, জামিল হোসেনসহ সাবেক কমিটির সদস্যবৃন্দ।পরবর্তিতে আরও ৩ হাজার শ্রমিকসহ মোট ৪ হাজার শ্রমিকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সংগঠনের নেতারা।

নুরে আলম শাহ:: ঠাকুরগাঁও প্রতিনিধি: