মেহেরপুর প্রতিনিধি
করোনা ভাইরাসের কারণে কাজ কর্মে ভাটা পড়েছে সাধারণ মানুষের। অনেকেই সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এসব পরিবারের পাশে দাড়িয়েছে গাংনী উপজেলার গাড়াবাড়ীয় ছাত্র উন্নয়ন সংঘ। আজ সোমবার দুপুরে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের দের শতাধীক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। এ সময় তারা অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে খাবার সামগ্রী পৌছিয়ে দেন এবং তাদেরেকে বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন । গাড়াবাড়ীয় ছাত্র উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্ঠা বিশিষ্ট ব্যাবসায়ী সাজ্জাদ হোসাইন পলাশ জানান তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও তিনি বিত্তবানদের এসকল অসহায় মানুষদের পাশে থাকার আহব্বান জানান। সংগঠনটির উপদেষ্টা আবু হানিফ, সদস্য দিপু,লিখন, জুলহোসেন, হামিদুল, রাহিনুল, তরিকুল,মুবিন, পল্লব, রহিম,মিলন, আকাশ।
