শাহাব উদ্দিন আহমেদ কমলগঞ্জ প্রতিনিধি ঃ
হে বলছি কমলগঞ্জ পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনবহুল বাজার কেন্দ্রীক ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত এর কথা।
জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছেন নিজ ওয়ার্ড ও বাজারে আসা ভাস্যমান মানুষের জন্য। রাত দিন নিজে পরিশ্রম করে মানুষের বাসায় বাসায় গিয়ে দিয়ে আসছেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী,স্বাস্থ্য উপকরণ। নিজে সাধারণ মানুষের কাছে পোঁছে দিয়েছেন মাক্স,সাবান সহ স্বাস্থ্য সামগ্রী। বাজার ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজে করেছেন জীবানুনাশক স্পে। সাধারণ মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বাজায় করার জন্য মানুষকে সচেতন হতে উদরীত করছেন। সবসময়ই সহায়তা করছেন কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনকে।তিনি করোনা ভাইরাস নামক এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবার সহযোগিতা ও সচেতনতা কামনা করেছেন।