সুজন রাজশাহীপ্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়কে জীবানুনাশক ওষুধ ¯েপ্র করা হয়েছে। চলতি বছরের ২৮ মার্চ শনিবার সকালে তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান কর্মসূচির উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর পলি বেগম, ওবাইদুর রহমান, অফিস সহকারী মাহাবুর রহমান, আতিকুর রহমান লিটন, নজরুল ইসলাম, আবু বাক্কার ও যুবদল নেতা মাহাবুর রহমান প্রমূখ। এদিন দিনব্যাপী ফায়ার সার্ভিসের গাড়ী দিয়ে তানোর পৌরসভার তালন্দ বাজার, কালীগঞ্জহাট, চাপড়া বাজার, গোল্লাপাড়া বাজার, থানার মোড় ও কাশিমবাজারসহ বিভিন্ন রাস্তায় জীবানুনাশক ওষুধ ¯েপ্র করা হয়েছে। তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান জনসাধারণের উদ্দেশ্যে বলেন, নভেল করোনা ভাইরাস বৈশিক সমস্যা, যেহুতু এর ওষুথ এখানো আবিস্কার হয়নি, সেহুতু আমাদের সকলের দায়িত্ব প্রতিকার নয় প্রতিরোধ করা। তিনি সকল নাগরিকদের কাছে অনুরোধ করেন বিশেষ প্রয়োজন ব্যতিত কেউ যেনো বাড়ির বাইরে না আসেন এবং যারা আসবেন তারা যেনো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে বাইরে আসেন।