হাছানুর রহমানঃ স্টাফ রিপোটার ।
নীলফামারীর ডিমলায় খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সহধর্মিণী হামিদা বেগম ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে হতদরিদ্র মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেছে।বৃহস্পতিবার সারাদিন ব্যাপি এ মাস্ক বিতরণ করে।এসময় তিনি ‘করোনা ভাইরাস’ সম্পর্কে নানাবিদ পরামর্শ দেন। সচেতনতামূলক নির্দেশনার মধ্যে হলঃ খাবার অাগে ও টয়লেটের পরে সাবান দিয়ে মিনিমাম ২০ থেকে ৩০ সেকেন্ড ভালভাবে হাত ধোয়া। পশুপাখি যেমনঃ হাঁস,মুরগি,গরু ছাগল খালি হাতে স্পর্শ না করা। ৩০ থেকে ৪০ মিনিট পর পর পানি পান করা। হাঁচি কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা। হাত না ধুয়ে চোখ নাক স্পর্শ না করা। হ্যান্ডশেক,কোলাকুলি,জনসমাগম থেকে বিরত থাকা। মাংস ডিম ভালভাবে সিদ্ধ করে খাওয়া। সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা। ‘করোনা ভাইরাস’ আতঙ্ক থেকে বেড়িয়ে আসি,নিজ নিজ সচেতনতার মাধ্যমে সুস্থ থাকি’। ‘করোনা ভাইরাস’ আতঙ্ক নির্মূল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। এছাড়া চেয়ারম্যান আতাউর রহমান সরকারও অসহায় পরিবারের বাড়ি বাড়ি ঘুরে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে। এসময় তিনি বলেন, বিশ্বে যখন ‘নোভেল করোনা ভাইরাস’ আতঙ্কে ধুকছে তা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব। সমগ্র বাংলাদেশে সাধ্যমত বিত্তশালীরা প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার এই ছোট পরিসরে মাস্ক বিতরন করছি।আসুন আমরা নিজে সচেতন হই অপরকে সচেতন করি এবং সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলি।
Check Also
ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের ২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। বৃহস্পতিবার( ২৬ …