রাহীদুল ইসলাম রাহী
পুরো পৃথিবী জুড়ে বইছে আজ নিরব মননের হাহাকার
চার দেওয়ালে বন্দি মানুষ করছে বোবাকান্নায় চিৎকার।।
পৃথিবীটা আজ যেনো পূর্নাঙ্গ স্বাধীনতায় ভাসমান
হিংসা বিদ্বেষ সবি ধুইয়ে নিত্য হয়ে যাচ্ছে মানুষ মহান।।
স্রষ্টার কাছে সবাই আজ নত শিরে অসহায় পরিবেশে
ডাকছে কৃতকর্ম স্বীকার করে অনুতপ্ত মনে দেশে দেশে।।
বইছে এক নিবিড় আকুতি বিধাতার দরবারে করুণ সুরে
ক্ষমা করে দাও! নাও হে জগৎস্বামী মোদের আপন করে।।
উদ্দাম এই বসুন্ধরা হারিয়েছে মানুষের উষ্ণ ছোঁয়ার পরশ
মানুষ হারিয়েছে বাঁচার চিন্তায় আজ জ্ঞানগর্বান্তরের হুঁশ।।
হতবাক প্রাণীতে মানুষের বসবাস যেনো সবাই হয়ে গেছে মৃত্যু
ব্যাথার সিক্ত অশ্রু আঁখি থেকে গড়িয়ে পড়ছে অবিরত।।
মানুষ যেনো আজ দাঁড়িয়ে আছে খুব মৃত্যুর সন্নিকটে
করোনা নামের মহামারী সংক্রমণের প্রেমে পড়ে অস্ত যাওয়ার তটে।।
পৃথিবী নিশ্চুপ, নিশ্চুপ মানুষ, নিশ্চুর পৃথিবীর চলার পথের গতি