সুকুমার বাবু দাস, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউনিয়নের কিসামত দাপ গ্রামের খ্রীষ্টান পাড়া যুব সংঘ ক্লাবের যুবদের উদ্দোগে করোনা ভাইরাস প্রতিরোধে আজ ২৮শে মার্চ ২০২০ শনিবার সকাল থেকে সচেতনতা মুলক জীবাণু নাশক হিসেবে কাপড় কাচার সাবান পানি ও বিলিচিং পাউডার মিশিয়ে বাড়ী বাড়ী গিয়ে বাড়ীর দরজা, জানালা সহ চারপাশে স্প্রে করেছে।এ উদ্দোগে যুবদের মধ্যে উপস্থিত ছিলেন-সুমন বিশ্বাস, বিলিয়ন দাস,জাকারিয়া দাস,বিপিন দাস,সোহাগ দাস, রিপন দাস সহ অনেকে। যুবরা সচেতনতার পাশাপাশি, অযথা বাড়ীর বাইরে বাহির না হওয়ার পরামর্শ দেন এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অনুরোধ করেন। যুবরা বলে আমরা আতংকিত না হয়ে বরং সচেতন হই আর এই সচেতনতাই পারে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে। যুবরা মনে করে দূরত্ব বজায় রেখে প্রতিটি গ্রামে গ্রামে জিবানুনাশক স্প্রে করা প্রয়োজন, নিয়ম মেনে চলি, রোগ প্রতিরোধ গড়ে তুলি।
