সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ নাজমুল হোসেন রাজা
সিরাজগঞ্জ জেলা সুযোগ্য পুলিশ সুপার হাসিবুল আলম কাজিপুর থানার বাৎসরিক কার্যক্রম পরিদর্শন করেছেন। ২৫ মার্চ বুধবার
সকাল ১০টায় তিনি কার্যক্রম পরিদর্শনের জন্য
কাজিপুর থানায় আসেন।পরিদর্শন কালে তাকে র্গাড অফ অনার প্রদর্শন করেন কাজিপুর থানার একে এম লুৎফর রহমান । এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনিছুর রহমান , পুলিশ পরি. আই.সি নাটুয়াপাড়া শ্রী গৌতম চন্দ্র মালী,সেকেন্ড অফিসার পার্থ বিশ্বাস সহ থানায় কর্মরত সকল অফিসারবৃন্দ।পরিদর্শনকালে পুলিশ সুপার হাসিবুল আলম কাজিপুর থানার তদন্তাধীন মামলার খোঁজ খবর নেন। বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতা মূলক এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোড় দেন। সে সাথে থানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।কাজিপুর থানা এসে পৌঁছালে তাকে ফুলে তোড়া দিয়ে বরণ করেন থানার অফিস ইনচার্জ একে এম লুৎফর রহমান । পরিদর্শন প্যারেডে ভালো টান আউটের জন্য ৯ জনকে পুরস্কৃত করেন পুলিশ সুপার হাসিবুল আলম।
